31 October, 2023

BY- Aajtak Bangla

নাক দিয়ে খালি জল কাটছে? রইল সহজ টোটকা

জল পান করুন: আসলে শ্বাসনালী শুকিয়ে গেলে বেশি বেশি জল বের হয়। তাই আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন।

স্যালাইন নাসাল স্প্রে: জ্বালাভাব, অতিরিক্ত সমস্যা হলে স্যালাইন সলিউশন কিনে ব্যবহার করুন। তবে অতিরিক্ত নয়। 

এয়ার কুলার: বাতাসে আর্দ্রতা নাক দিয়ে জল পড়া কমাতে পারে। ঘরে এয়ার কুলার থাকলে ভাল। হাওয়া আপনার থেকে অন্য দিকে করে চালান। এতে ঘরের আর্দ্রতা বাড়ে। 

গরম ভাপ: নাকের আর্দ্রতা বজায় রাখতে গরম জলের স্টিমও নিতে পারেন।

আদা কুচি: আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। এটি নাক দিয়ে জল পড়া রোধ করতে সাহায্য করে।

সাধারণ ওষুধ: চিকিৎসকের পরামর্শ নিয়ে  ডিকনজেস্ট্যান্ট বা অ্যান্টিহিস্টামিন ওষুধ নিতে পারেন।

ধুলো এড়িয়ে চলুন: রাস্তাঘাটে মাস্ক পরুন। অ্যালার্জি বাড়বে এমন কাজ এড়িয়ে চলুন। 

বিশ্রাম: সম্ভব হলে টানা ৯-১০ ঘণ্টার একটি ঘুম দিন। দেখবেন অনেকটাই উপকার পাবেন। 

গরম স্যুপ, খিচুড়ি, চিকেন স্টুয়ের মতো গরম খাবার খেতে পারেন। এতে সর্দির ভাব কমবে।