20 November, 2024
BY- Aajtak Bangla
ছোট শিশুরা প্রায়ই ঘুমের মধ্যে প্রস্রাব করে। এটি সাধারণ সমস্যা।
রাতে বিছানা ভেজানোর এই সমস্যাকে ডাক্তারি ভাষায় বলা হয় নকটার্নাল অ্যানুরেসিস।
শুধু কমবয়সিরা নয়, কিশোর-কিশোরীরাও ভিজিয়ে ফেলে বিছানা।
ঘরোয়া প্রতিকারেই এই সমস্যা থেকে মুক্তি পান। কীভাবে?
রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, বেশি মিষ্টি খাওয়া, বেশি ঘুমোনো, সংক্রমণ ও কোষ্ঠকাঠিন্যের কারণে বিছানা ভিজিয়ে ফেলে শিশু।
এক গ্লাস গরম দুধে দুটি খেজুর ও ৪টে কিশমিশ দিন। কিশমিশ বেটে দিন।
রোজ রাতে এই দুধ দিন সন্তানকে। শরীর উষ্ণ থাকবে। ঘুমের ঘোরে প্রস্রাব করবে না।
প্রতিদিন দুধে খেজুর ভিজিয়ে খেলে রক্তশূন্যতা হয় না। ওজন বাড়ে না। সংক্রমণ থেকে দূরে রাখে।
খেজুরে থাকা পুষ্টিগুণ বাড়াবে শিশুর ইমিউনিটি। রোগ প্রতিরোধ করবে।