21 December, 2023

BY- Aajtak Bangla

সন্তান দিনরাত মোবাইল ঘাঁটে? এই ৫ টোটকায় কাটান নেশা

ডিজিটালাইজেশন যতটা ভালো, ততটা খারাপ প্রভাবও পড়ছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। 

আজকাল শিশুরা জন্মের পরই ফোন ঘাঁটে। খুব অল্প বয়সেই চশমা পরা শুরু করে। 

শিশুদের ফোন ঘাঁটার অভ্যাস আসক্তিতে পরিণত হয়। অভিভাবকরা খুবই চিন্তিত হয়ে পড়েন। 

ফোন আসক্তি শিশুর উপর মানসিক ও শারীরিক প্রভাব ফেলে। তবে আতঙ্কিত হবেন না, ফোনের আসক্তি থেকে শিশুদের মুক্তি দেবে কয়েকটি অভ্যাস। 

শিশুদের মাঠে খেলতে পাঠান। নিজেও তাঁর সঙ্গী হোন। এতে তাদের মানসিক বিকাশ ঘটবে।

শিশুরা তাদের চারপাশে যা দেখে তাই শেখে। তাই শিশুর সামনে ফোন এবং প্রযুক্তি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। 

শিশুকে যা শেখানো হয়, সে তা সহজেই শিখে যায়। তাই সবসময় ফোন এবং আরও স্ক্রিনের দিকে তাকানোর অসুবিধা সম্পর্কে বলুন। 

সন্তানকে কিছু বলা এড়াতে চাইলে ফোনের সেটিংস পরিবর্তন করতে পারেন। 

ফোনের সেটিংসে স্ক্রিন সময় দিয়ে সেট করতে পারেন। নির্ধারিত সময়ের বেশি ফোন ব্যবহার করবেন না।

বাচ্চাদের ফোনে আসক্ত হওয়ার কারণ হল বাবা-মার সময় না দেওয়া। তাঁর সঙ্গে সময় কাটান।