BY- Aajtak Bangla

মাথার সামনের দিকে চুল পড়ে টাক, সর্ষের তেলে এই পাতা মিশিয়ে মাখলেই চুলের বাগান

15th September, 2024

চুল পড়ার সমস্যা কম-বেশি সকলেরই হয়ে থাকে। আর বর্ষার সময় বেশি করে এই সমস্যা দেখা দেয়।

কারণ জলীয় আবহাওয়ায় চুল ঝরে বেশি। কিন্তু কী করে এই চুল পড়া কমাবেন ভেবে পাচ্ছেন না তো।

ঘরোয়া উপায়েই মাথার চুল পড়া কমবে। তাহলে জেনে নিন সেটা কী।

চুল পড়া রোধ করতে সর্ষের তেল দারুণভাবে কার্যকর। আর এই তেলে যদি রান্নাঘরের কিছু মিশিয়ে নিতে পারেন। তাহলে তো চুল আরও ভাল থাকবে।

কী কী লাগবে সর্ষের তেল, পান পাতা, কালো জিরে, মেথি দানা।

কীভাবে বানাবেন একটি পাত্রে সর্ষের তেল নিন। এবার এতে এক চামচ কালো জিরে, এক চামচ মেথি ও পান পাতা দিন। পান পাতা ছিঁড়ে দিয়ে দিন।

এবার হালকা আঁচে গরম করুন। এটি গরম করলে এই তিনটি জিনিসের পুষ্টিগুণ তেলে মিশে যাবে এবং চুলের সব ধরনের সমস্যা নিরাময়ে সাহায্য করবে।

গরম করতে করতে চামচ দিয়ে নাড়তে থাকুন যাতে পুড়ে না যায় যাতে লেগে না যায়। মিনিট পাঁচেক আঁচে বসিয়ে রাখলেই তেল তৈরি হয়ে যাবে।

এবার ছাকনি দিয়ে ছেঁকে কাঁচের বোতলে ভরে রাখুন। এটি খুশকির সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে। চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে৷