26 March, 2025

BY- Aajtak Bangla

যখন তখন ভাতের ফ্যান উথলাবে না, হাঁড়ির কানায় করতে হবে ছোট্ট কাজ

রোজের ভাত রান্না সব বাড়িতেই হয়ে থাকে

ভাত ছাড়া কোনও বাঙালির পেট ও মন কিছুই ভরে না।

কিন্তু অনেকেই রয়েছেন যাঁরা ভাত গ্যাসে চাপিয়ে টিভি দেখতে চলে যান অথবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন।

কিংবা পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে গল্পে মশগুল হয়ে গেলেন।

ব্যস তখনই অঘটনটা ঘটে গেল। ভাতের ফ্যান উথলে পড়ে গ্যাসের আশপাশ অপরিষ্কার হয়ে যায়।

এতে আপনার কাজ বাড়ে বই কমে না। কিন্তু একটা ছোট্ট কাজ করলেই আর ফ্যান উথলানোর ভয় থাকবে না।

যখনই ভাত বসাবেন তার আগে হাঁড়ির মুখের চারপাশে সর্ষের তেল মাখিয়ে দেবেন।

এতে আর ফ্যান উথলে পড়ার ভয় থাকবে না। আর আপনিও নিশ্চিন্তে অন্য কাজ করতে পারবেন।