20 November, 2023

BY- Aajtak Bangla

হাত কাঁপে?  শিরশিরানি? ভিটামিন বি১২ সমৃদ্ধ এই ৫ খাবার খান

বহু মানুষের হাত কাঁপার সমস্যা রয়েছে। দুর্বলতা বোধ করেন তাঁরা। 

স্নায়ুতন্ত্র ঠিকমতো কাজ না করায় হাত কাঁপে। এজন্য দায়ী ভিটামিন বি ১২-র অভাব। 

এই ভিটামিনের অভাবে হাত ও পায়ে শিরশিরানি হয়। কাজ করতে অসুবিধা হয়। 

কোন কোন খাবার খেলে ভিটামিন বি ১২-র অভাব পূরণ হবে? জেনে নিন

মাছ- ভিটামিন বি ১২-র দারুণ উৎস। সামুদ্রিক মাছ খান।

দুধ- ভিটামিন বি ১২, ক্যালসিয়াম ও ভিটামিন ডি আছে দুধে।

ডিম- প্রোটিন সমৃদ্ধ ডিম খেলে শরীর ভিটামিন বি১২ও পায়। প্রতিদিন ২টি সেদ্ধ ডিম খান।

দই- ভিটামিন বি ১২-র উৎস দই। ক্যালশিয়াম ও ভিটামিন ডি-ও আছে।

আদা লেবুর জল- সকালে উঠে আদা ও লেবু গরম জলে দিয়ে খান। এতে পুষ্টি তাড়াতাড়ি শোষণ করে শরীর।

শরীরচর্চা সূর্যের আলো- সূর্যের আলোয় বেরোন। শরীরচর্চা করুন। মানসিক চাপ নেবেন না। তাহলেই কমবে শিরশিরানি।