BY: Aajtak Bangla 

কীভাবে বিস্কুট কুড়মুড়ে রাখবেন? রইল স্মার্ট টিপস

30 MARCH 20223


বিস্কুট এবং কুকিজ বেশিরভাগ সময় কয়েকদিন রাখলেই স্যাঁতসেঁতে-নরম হয়ে যায়।

আপনিও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন?

তবে বিস্কুট খাস্তা-কুড়মুড়ে রাখার টিপসগুলি জেনে রাখুন।

বিস্কুট প্লাস্টিকে এমনভাবে মুড়ে রাখুন যাতে আর্দ্রতা প্রবেশের জায়গা থাকে।

এরপর এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিন।

এছাড়া, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এয়ার টাইট পাত্রে রাখুন। 

দেখে নিন, বিস্কুটগুলি যেন ঘরের তাপমাত্রায় থাকার পরেই মোড়ানো হয়।

এতেও বিস্কুট দীর্ঘদিন খাস্তা থাকবে।

বিস্কুট বেশিদিন স্টোর করে রাখতে হলে এগুলিই সবচেয়ে সহজ উপায়। প্যাকেটে মুড়িয়ে বাইরে ফেলে রাখবেন না।

বিস্কুট এবং কুকিজ বেশিরভাগ সময় কয়েকদিন রাখলেই স্যাঁতসেঁতে-নরম হয়ে যায়। আপনিও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? তবে বিস্কুট খাস্তা-কুড়মুড়ে রাখার টিপসগুলি জেনে রাখুন।