08 MARCH 2025
BY- Aajtak Bangla
বাজারে ফুলকপি প্রায় শেষের পথে। বছরভর আর মিলবে না। তাই আগেভাগে স্টোর করে নিন।
তবে এখন আর ফুলকপির জন্য বছরভর অপেক্ষা করতে হবে না।
শুধু ফুলকপি সংরক্ষণের সঠিক নিয়মটা শিখে নিন।
সারাবছর ঘরে বসে খেতে পারবেন ফুলকপি।
এর জন্য প্রথমে ফুলকপির ডাটা গুলো ছাড়িয়ে নিন। এরপর ফুলকপি কেটে ধুয়ে নিন।
এরপর ফুটন্ত গরম জলে ৫-৬ মিনিট নুন দিয়ে ভাপিয়ে নিন।
এরপর এর জল ফেলে জল ঝরিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিন, ভালো করে শুকিয়ে নিতে হবে। একটুও যেন জল না থাকে।
এরপর একটা এয়ার টাইট বক্স বা জিপ লক প্যাকেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন। ছাতা পরার ভয় থাকবে না।
এবার এটা ৬ মাস রেখে খেতে পারবেন। রান্না করার আগে ঘণ্টা খানেক রাখলেই হবে।