01 MARCH 2025
BY- Aajtak Bangla
ছোট থেকে বড় হওয়ার সময়কালে সন্তান একটু জেদি হয়ে যায়। মা- বাবার কিছু শিক্ষার অভাব এর জন্য দায়ী।
সন্তানের জেদ দেখলে বাবা মায়েরাও বকাবকি করেন। এসব না করে সন্তানকে ট্র্যাকে আনার কিছু ট্রিক শিখে নিন।
সন্তানের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত তা জানুন।
বয়ঃসন্ধিকালে শিশুদের আচরণ অনুমান করা কঠিন। তাদের সঙ্গে কথা বলা এবং তাদের অনুভূতি বোঝা বাবা-মায়ের কর্তব্য। অতএব, আপনার উচিত তার সঙ্গে কথা বলে অনুভূতি বোঝা।
সন্তানকে আঘাত করা বা তিরস্কার করা উচিত নয় কারণ তাতে সন্তান আরও জেদি হয়ে উঠতে পারে।
সন্তানের প্রতিটি চাওয়া পূরণ করা থেকে বিরত থাকতে হবে। এতে সে পরিশ্রম করতে ভুলে যাবে।
সন্তানকে শেখাতে হবে কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হয়।