BY- Aajtak Bangla

বাড়ির AC ঠান্ডা করছে না? এই কাজ করলেই হু হু করে বেরোবে আরাম করা কুল হাওয়া

16 April  2024

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে। এই গরম থেকে বাঁচতে অনেকেই এসি চালিয়ে থাকেন।

অসহ্য গরম থেকে বাঁচতে এসিই একমাত্র ভরসা। ইদানীং অনেকেই বাড়িতে এসি লাগিয়েছেন।

তবে এসির যত্ন নিতে হবে। তা না হলে খারাপ হয়ে যেতে পারে। কিংবা ঠান্ডা হাওয়া না-ও বেরোতে পারে। জেনে নিন, কীভাবে এসির যত্ন নিতে হবে...

নির্দিষ্ট সময় অন্তর এসির কয়েল পরিষ্কার করুন। কয়েলগুলিতে নোংরা জমে তাকে। তাই না পরিষ্কার করলে এসি ঠিকমতো কাজ করবে না।

পরিষ্কার করতে হবে এসির ফিল্টার। তা না হলে ঠান্ডা হাওয়া বেরোতে সমস্যা হবে।

এসির আউট ডোর ইউনিটটিও পরিষ্কার করতে হবে। তা না হলেও এসি ঠিকমতো কাজ করবে না।

এসির তারগুলি ঠিকমতো পরীক্ষা করতে হবে। তা না হলে শর্টসার্কিট হতে পারে।  

নির্দিষ্ট সময় অন্তর যে সংস্থার এসি, সেই সংস্থা থেকে সার্ভিসিং করান।