BY- Aajtak Bangla

ম্যাগির মতো কোঁকড়া চুল নিয়ে নাজেহাল? যত্ন নিন সহজভাবে

26th March, 2024

একঝাঁক কোঁকড়া চুল দেখতে ভালোই লাগে। মেয়েদের কোঁকড়া চুল থাকলে তো লক্ষ্মী প্রতিমার মতো লাগে।

কিন্তু এই চুলের যত্ন নেওয়া খুব কঠিন। আর ঠিকভাবে যত্ন না নিলে চুলে জট পড়ে যেতে পারে।

এই চুল কিছুটা সংবেদনশীল। সঠিক পরিচর্যার অভাবে ঝরে যাওয়া থেকে শুরু করে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কোঁকড়া চুলের যত্নে জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার, যা খুব সহজ।

প্রথমেই কোঁকড়া চুল যাঁদের তাঁরা রোজ চুল আঁচড়াতে ভুলবেন না। তবে সেক্ষেত্রে চিরুনি ব্যবহার না করে শুধু আঙুল বুলিয়ে চুল ঠিক করে রাখতে পারেন।

বেশির ভাগ সময় দেখা যায় কোঁকড়া চুল খুবই শুষ্ক হয়। তাই শ্যাম্পু করার আগে চুলগুলোকে প্রস্তুত করে নিতে হেয়ার মাস্ক বা কন্ডিশনিং অয়েল ব্যবহার করতে পারেন।

কোঁকড়া চুলে ঘন ঘন শ্যাম্পু করলে ক্ষতি হতে পারে। চুল আরও ফ্রিজি হয়ে যেতে পারে।

চুল ভালো রাখতে স্ক্যাল্পের সুস্বাস্থ্যও ধরে রাখা জরুরি। তাই স্ক্যাল্প পরিষ্কার রাখুন। এতে চুলের বৃদ্ধিও হবে দেখার মতো।

কোঁকড়া চুলে সহজেই জট পড়ে যায়। তাই সেদিকে খেয়াল রাখা জরুরি। এক্ষেত্রে বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।

আপনি অ্যালোভেরা জেল ও ভিটামিন ই নির্যাস মিশিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন। এতে কোঁকড়া চুল ভাল থাকবে।

চুল কখনও টেনে বাঁধবেন না। নাহলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়বে।

স্বাস্থ্যকর চুলের প্রয়োজন নিয়মিত ট্রিমিং। তাই চুলের সৌন্দর্য ও টেক্সচার ধরে রাখার জন্যে ৩ মাস অন্তর চুল ট্রিম করতে ভুলবেন না।