20 AUG, 2023

BY- Aajtak Bangla

জল লেগে নষ্ট হবে না, বর্ষায় এভাবে যত্ন নিন ফার্নিচারের

বর্ষা শুরু হলেই কাঠের আসবাবপত্র, জামাকাপড় সবকিছু নিয়েই সমস্যায় পড়তে হয়। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হয়।

বর্ষায় জলীয় বাষ্প বেশি থাকায়, কাঠের আসবাবপত্রের যেমন ক্ষতি হয়, ঠিক তেমনই আরও নানা জিনিস নষ্ট হতে পারে।

তবে আজ জানাব পাঁচ উপায় যা ঘরে থাকা কাঠের জিনিস ভালো রাখে সাহায্য করে।

১) কখনই ভেজা কাপড়ে আসবাবপত্র মুছবেন না। এতে ছত্রাক পড়তে পারে। কোনও দাগ তোলার জন্যও ভেজা কাপড় ব্যবহার করা উচিত নয়।

২) প্রয়োজন হলে নারকেল তেল ব্যবহার করুন। আর শুকনো কাপড় দিয়ে মুছুন।

৩) বর্ষাকালে কাঠের আসবাবপত্রে ঘুণ ধরার প্রবণতা বাড়ে। তাই নিমপাতা, নিমের তেল, কর্পূর, রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন। ঘুণ ধরেছে দেখতে পেলেই তা স্প্রে করে দিন।

৪) কাঠের জিনিসপত্র ভাল রাখতে বছরে একবার বার্নিশ করতে পারেন। কিংবা চায়ের লিকারের প্রলেপও দিতে পারেন।

৫)কীভাবে করবেন? চিনি ছাড়া কড়া চায়ের লিকার তৈরি করুন। এবার তাতে সামান্য ভিনিগার মেশান। এবার সেটা দিয়ে ফার্নিচারের যে অংশে ছত্রাক ধরেছে, সেখানটা পরিষ্কার করুন।

৬) আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কর্পূর বা ন্যাপথলিন খুব উপকারী। বর্ষাকালে আসবাবের কোণে কর্পূরের থলে কিংবা ন্যাপথলিন রাখুন। এতে আর্দ্রতা শোষণের পাশাপাশি পোকামাকড়ও দূরে থাকে।

৭) মেঝে সবসময়ে শুকনো রাখুন। ভেজা মেঝে ঘরের পরিবেশকে আরও আর্দ্র করে। এতে কাঠের আসবাবপত্রের ক্ষতি হয়। তাই ঘর মুছলেই ফ্যান চালিয়ে শুকিয়ে নিন।