21 APRIL 2025

BY- Aajtak Bangla

চড়া গরমেও সবুজ থাকবে বাড়ির পুদিনা গাছ, করুন এই কাজ

গ্রীষ্মকালে পুদিনা খেলে শরীর ঠান্ডা থাকে। আপনার বাড়িতে যদি। পুদিনা গাছ থাকে তবে গরমে এর বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি।

কিছু টিপস মেনে চললেই, গ্রীষ্মের মরসুমেও পুদিনা গাছকে সবুজ রাখতে পারেন।

গ্রীষ্মে পুদিনা গাছ যেন আর্দ্র থাকে। অন্যথায় গাছ শুকিয়ে যেতে পারে।

পুদিনা গাছে দিনে দুবার জল দিন যাতে মাটি আর্দ্র থাকে।

প্রতি ১৫ দিনের বাদে বাদে পুদিনা গাছে গোবর সার দিন। এতে গাছ সবুজ থাকবে।

কড়া রোদে কখনই পুদিনা গাছ রাখবেন না। তা হলেই তা বর্ণহীন হতে শুরু করবে। 

তাই গাছ এমন জায়গায় রাখবেন যেখানে খুব বেশি রোদ পড়ে না।