17 MAY, 2025
BY- Aajtak Bangla
তীব্র গরমেও পুদিনা গাছ থাকবে সতেজ, রইল সহজ টিপস
গ্রীষ্মকালে পুদিনা খেলে শরীর ঠান্ডা থাকে। আপনার বাড়িতে যদি। পুদিনা গাছ থাকে তবে গরমে এর বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি।
কিছু টিপস মেনে চললেই, গ্রীষ্মের মরসুমেও পুদিনা গাছকে সবুজ রাখতে পারেন।
গ্রীষ্মে পুদিনা গাছ যেন আর্দ্র থাকে। অন্যথায় গাছ শুকিয়ে যেতে পারে।
পুদিনা গাছে দিনে দুবার জল দিন যাতে মাটি আর্দ্র থাকে।
প্রতি ১৫ দিনের বাদে বাদে পুদিনা গাছে গোবর সার দিন। এতে গাছ সবুজ থাকবে।
কড়া রোদে কখনই পুদিনা গাছ রাখবেন না। তা হলেই তা বর্ণহীন হতে শুরু করবে।
তাই গাছ এমন জায়গায় রাখবেন যেখানে খুব বেশি রোদ পড়ে না।
এই সমস্ত টিপস মেনে চললেই, ভাল থাকবে গাছ।
Related Stories
আলফা মহিলা কারা? যাদের কাছে আচ্ছা আচ্ছা পুরুষও মাথা নত করে
এঁচোড় খেতে হবে পুরো নরম মাংসের মতো, সিক্রেট রেসিপিটা জানুন
পাতলা থেকে থিকথিকে ঘন হবে চুল, নারকেল তেলে মিশিয়ে নিন দক্ষিণী পাতা
উচ্চমাধ্যমিকের পরে এই ৫ কোর্স করুন, কমপ্লিট হলেই মোটা মাইনের চাকরি