12 December, 2023

BY- Aajtak Bangla

পিটুনিয়া গাছের যত্ন নিন এভাবে, ফুলে ফুলে বাগান হবে স্বর্গ

শীতে অনেকেই বিভিন্ন ধরনের ফুলগাছ লাগান বাড়িতে। পছন্দের ফুলগাছের তালিকায় উপরের দিকেই থাকবে পিটুনিয়া।

আসুন জেনে নেই বাড়ির ছাদে অথবা বারান্দায় পিটুনিয়া লাগালে কীভাবে যত্ন করতে হবে যাতে প্রচুর ফুল আসে।

পিটুনিয়া  ফুল চাষের জন্য আপনি আপনার বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন। যেমন কাঠ কয়লা, সবজির খোসা, মাছ ও মাংস ধোয়া জল।

পিটুনিয়ায় খোলের পাতলা জল দিলে গাছ খুব ভাল বাড়ে। সাত-দশ দিনের পচানো খোলের জল অল্প অল্প করে গাছের গোড়ায় দিন। 

এছাড়াও কিছু পরিমাণে অজৈব সার দিতে পারেন। তবে বেশি জৈব সারে ও ভেজা মাটিতেও গাছে পচন ধরে।

পিটুনিয়া ফুল গাছের বেশ ভাল ভাবে যত্ন নিতে হবে। গাছ একটু বড় হলে গাছের আগা কেটে দিতে হবে। তাহলে গাছে অনেক শাখা প্রশাখা বের হয়।

গাছ একটু বড় হলে গাছকে একটি খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। যে জায়গায় বেশি রোদ পড়ে তেমন জায়গায় গাছ রাখতে হবে।

 নিয়মিত সকাল-সন্ধ্যা মাটি বুঝে জল দিলে ফেব্রুয়ারি পর্যন্ত টিকে যাবে গাছ।