28 NOVEMBER 2024
BY- Aajtak Bangla
শীত এসে গিয়েছে। সোয়েটার, মাফলার, কম্বল ব্যবহার করতে হচ্ছে প্রতিদিন। তবে, এই সমস্ত শীতবস্ত্রের যত্ন নেবেন কীভাবে?
উলের তৈরি শীতবস্ত্র শুধুমাত্র রোদে দিলে চলবে না। নির্দিষ্ট সময় পর কাচতেই হবে।
তবে উলের তৈরি পোশাক সাধারণ কাপড় কাচার সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। এতে রং চটে যাওয়ার, রোঁয়া উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।
সেই সোয়েটার আর পরের শীতে পরার মতো থাকে না। একই ঘটনা ঘটে সোয়েট শার্ট, চাদর, জ্যাকেটের ক্ষেত্রেও।
একদিন সোয়েটার পরার পরই কাচা উচিত নয়। এতে পোশাক টেকসই হয় না। পাশাপাশি গরম জলে উলের পোশাক কাচবেন না।
কাচার জন্য ঠান্ডা জল ব্যবহার করুন। এতে পোশাক দীর্ঘদিন ভাল থাকে। সাধারণ কাপড় কাচার সাবান দিয়ে উলের পোশাক কাচবেন না।
শীতবস্ত্র কাচতে আলাদা ডিটারজেন্ট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো লিক্যুইড সোপ হয়।
গুঁড়ো সাবান শীতবস্ত্রের জন্য নয়। তবে, কাঁথা, লেপ-কম্বলের কভার আপনি গুঁড়ো সাবান দিয়ে কাচতে পারেন, যেহেতু এগুলো সুতির হয়।
বাড়িতে যদি লিক্যুইড সোপ না থাকলে,শ্যাম্পু ব্যবহার করুন। ঠান্ডা জলে শ্যাম্পু গুলে নিন। এর মধ্যে উলের বস্ত্র ডুবিয়ে রেখে কেচে নিন।