BY- Aajtak Bangla

সোয়েটার কত বার পরার পর কাচা উচিত? যত্ন নিতে দেখুন

4 December, 2023

শীত দোরগোড়ায়। বাতাসে হিমেল পরশ শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়া শুধু সময়ের অপেক্ষা।  

আলমারি থেকে সোয়েটার বের করার পালা চলছে। 

পুরনো সোয়েটার অনেক সময়ই দেখা যায়, উল বেড়ে গিয়েছে। অথবা রং ফ্যাকাসে হয়েছে।

কীভাবে নিতে হয় সোয়েটারের যত্ন, জেনে নিন। যাতে বছর পেরোলেও সোয়েটারের রং না মলিন হয়।

সোয়েটার সুন্দর করে ভাঁজ করে রাখুন আলমারিতে। 

একটি কাগজের ব্যাগে ভরে আলাদা আলাদা করেও রাখতে পারেন। সোয়েটার ভাঁজ করে একটি কাপড়ের ব্যাগে রাখুন। 

সেটি বিছানার গদির তলায় রাখতে পারেন। এতে সেটি সমান থাকবে।

কিন্তু ইস্ত্রি করবেন.না। অন্ধকার, ঠান্ডা জায়গায় সোয়েটার রাখুন।

সব সময় ঠান্ডা জলে সোয়েটার কাচবেন। প্রতিবার পরার পরই সোয়েটার কাচার কোনও প্রয়োজন নেই।

অন্তত ৫-৬ বার পরার পরে সেই সোয়েটার কাচুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করেও সোয়েটার কাচতে পারেন।

সোয়েটার ধুয়ে নেওয়ার পরে একটি তোয়ালেতে জড়িয়ে নিন। এবার হাতের চাপ দিয়ে অতিরিক্ত জল নিংড়ে নিন।