05 APRIL 2025

BY- Aajtak Bangla

গরমে বাড়ির তুলসি গাছ মরবে না, একটা লাল কাপড় দিয়ে করুন এই কাজ

গরমে অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে তুলসির মতো ছোট গাছ মরে যায়। এর মধ্যে একটি হল তুলসী গাছ, যার ধর্মীয় গুরুত্ব এত বেশি যে এটি হিন্দু ধর্মের অনুসারী মানুষের বাড়িতে পাওয়া যায়; সেটাও শুকিয়ে যেতে থাকে।

তুলসীকে দেওয়া হয় মায়ের মর্যাদা। ধর্মীয়ভাবে এর শুকিয়ে যাওয়া বা মরে যাওয়াকেও খুব অশুভ মনে করা হয়। 

 গরমে তুলসী গাছে জল দিন। তবে মাটি ভেজা থাকলে অতিরিক্ত জল দেবেন না। 

যেখানে চড়া রোদ পড়ে এমন জায়গা থেকে তুলসি গাছ সরান। 

তুলসী গাছ গরমে ঠান্ডা জায়গায় রাখুন।

তুলসী গাছ সবুজ ও তরতাজা রাখতে লাল কাপড় জড়িয়ে রাখুন। তবে শুধু লাল কাপড় জড়ালেই হবে না। বিশেষভাবে জড়াতে হবে।

দিনের বেলায় লাল কাপড়টি জলে ভিজিয়ে ঢেকে রাখুন। মাঝেমধ্যে তাতে জল দিতে থাকবেন।

 সূর্যালোক দিতে হলে একমাত্র সকালে আধ-একঘণ্টা রেখে সরিয়ে নিন।