30 November, 2023

BY- Aajtak Bangla

শীতে তুলসী গাছ সবুজ রাখতে দিন এই  প্রাকৃতিক কীটশানক  ও সার

শীতে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। তাই আগে থেকে ব্যবস্থা নেওয়া জরুরি। 

তুলসী গাছকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে কী কী করবেন?

গোবর সার- গোবর শুকিয়ে তুলসী গাছের শিকড়ের কাছে মাটি খুঁড়ে সেখানে ফেলুন। সবুজ হয়ে যাবে গাছ।

চা পাতা- ব্যবহৃত চা পাতা শুকিয়ে নিন। তুলসী গাছের চারপাশে মাটিতে রাখুন।

কলার খোসা- কলার খোসায় আছে পটাশিয়াম। সারারাত জলে ভিজিয়ে সকালে গাছের দিন।

ধূপকাঠি ও পুজোর ফুল- ধূপকাঠির ছাঁই ও পুজোর ফুলের সার হিসেবে দিন।

তুলসী গাছ স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে না। তাই রোদ থাকা জায়গায় রাখুন।

তুলসীতে ছত্রাকের সংক্রমণ হয়। নিম বীজের গুঁড়ো স্প্রে করুন।

নিম পাতা সেদ্ধ করে সেই জল ব্যবহার করুন। মাটি বা গাছে স্প্রে করুন।

শীতে অতিরিক্ত জল তুলসী গাছে দেবেন না।