23rd July, 2024

BY- Aajtak Bangla

কীভাবে সুন্দর করে কথা বলবেন? শিখুন পুরনো আমলের নিয়ম

‘কথা মানুষকে কাছে টানে, কথা মানুষকে দূরে ঠেলে দেয়। কথা মানুষকে বন্ধু করে। 

আবার এই কথাই শত্রু বানাতেও সময় নেয় না।

মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং মানুষের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে কথা কতটা গুরুত্বপূর্ণ।

কথা যদি হয় সুন্দর ও সাবলীল, তাহলে তা মানুষের ব্যক্তিত্বে দান করে অন্য রকম সৌকর্য। আবার সেই কথাই যদি হয় জড়ানো ও অসম্পূর্ণ, তাহলে তা মানুষের ব্যক্তিত্বকে করে দেয় ম্লান।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

বক্তৃতা হোক বা নিবিড় কোনও আলাপচারিতা সুন্দর করে কথা বলা মানুষের কদর সবর্ত্র। তাই শিখে নিন কীভাবে সুন্দর করে কথা বলবেন।

প্রথমেই আসে শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণ। ভুলভাল উচ্চারণ ও অস্পষ্টতা বদলে দেয় শব্দের অর্থ। এ ধরনের ভুল শ্রোতার ভেতরে বিরক্তির সৃষ্টি করে এবং বক্তাও হয়ে ওঠেন বিরক্তিকর।

যখন কথা বলবেন তখন তাড়াহুড়ো করে কথা বলবেন না। এতে কথা থেকে যায় অস্পষ্ট।

কথা বলার সময় দীর্ঘ বর্ণনা, ব্যাখ্যা বা অপ্রাসঙ্গিক বিবরণ এড়িয়ে চলা উচিত। শ্রোতার আগ্রহ ধরে রাখার জন্য বক্তব্য সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হওয়া ভালো।

গুরু গম্ভীর কথার মাঝে একটু রসিকতায় ভরা কথা বললে ভালোই লাগবে শ্রোতার।

আপনি যখন কথা বলছেন, তখন শ্রোতা কী শুনতে চান, কীভাবে শুনতে চান, সেটি বোঝাও জরুরি।