15 May 2024

BY- Aajtak Bangla

মিথ্যুক নাকি সত্যবাদী? মুখ দেখেই বুঝে নেওয়ার উপায় জেনে নিন (গোপন টিপস)

অনেক সময়ে লোকে জেনেশুনে আপনার মুখের উপর মিথ্যা কথা বলে। নিয়মিত মিথ্যাচার করে, এমন ব্যক্তিদের কথার সত্যতা যাচাই করা মোটেও সহজ নয়।

তবে কিছু আচরণগত ইঙ্গিত এবং লক্ষণ রয়েছে। সেগুলির মাধ্যমেই ধরে ফেলা যেতে পারে যে কেউ আপনাকে মিথ্যা বলছে কিনা।

যদি কেউ ১০ দিন আগে একটি গল্প বলে, আবার এখন সেটা একটু পাল্টে যায়, তাহলেই ধরে ফেলবেন, সেই ব্যক্তি মিথ্যা বলছেন।

চোখে চোখ রাখা এড়িয়ে চলা: মিথ্যাবাদীরা চোখে চোখ রাখতে পারে না। তবে এটি সর্বদা সত্য নয়।

কেউ কেউ জোর করে আপনার চোখে চোখ রেখেই মিথ্যা কথা বলবেন। যদি এমন কেউ হন, যিনি সাধারণত আপনার চোখে চোখ রাখেন না, কিন্তু নির্দিষ্ট কোনও কথা বলার সময়ে এমনটা করেন, তার মানে তিনি মিথ্যা বলছেন।

আত্মরক্ষামূলক হাবভাব: অসৎ ব্যক্তিকে বেশি প্রশ্ন করা হলেই তিনি ডিফেন্সিভ হয়ে যান। পাল্টা দোষারোপ করার চেষ্টা করেন। সরাসরি প্রশ্নের হ্যাঁ বা না-এ উত্তর দিতে চান না।

অস্বাভাবিক কথাবার্তা: কেউ সাধারণ সময়ে যেভাবে কথা বলেন, বানিয়ে বলার সময়ে ঠিক সেভাবে বলতে পারেন না। কথার ভঙ্গিমাতেই যেন কিছুটা বদল এসে যায়।

বডি ল্যাঙ্গুয়েজ: হাত ক্রস করা, পা নাড়াচাড়া, দূরে সরে যাওয়া, এই সবই মিথ্যা বলার লক্ষণ। 

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যে কোনও একটি দেখেই চট করে কেউ মিথ্যা বলছে বলে ধরে নেওয়া যায় না। সব ক'টি লক্ষণ একসঙ্গে পর্যবেক্ষণ করে তবেই বিচার করুন।