9 December, 2023

BY- Aajtak Bangla

যেভাবে বুঝবেন কারও সদ্য ব্রেকআপ হয়েছে, ১০টি মর্মান্তিক লক্ষণ

 টাইমলাইনে দুঃখের গান শেয়ার করা

প্রেম কিংবা বিষাদের কবিতা পোস্ট করা।

সকাল সন্ধ্যা সুন্দর সুন্দর ছবি আপলোড। সুন্দর ছবি আপলোড করলেও খেয়াল করবেন, ক্যাপশনগুলো দুঃখ ও লোনলিনেস নিয়ে থাকবে।

মোবাইলে অনেক সময় কাটানো

চিঠি কিংবা গিফট পুড়ানো স্টোরি। অনেকেই সম্ভবত এক্সের দেওয়া চিঠি কিংবা গিফট পুড়িয়ে ফেলার সময় ভিডিও করে রাখে, যাতে পরবর্তীতে সেটা স্টোরিতে দেখে আমরা বুঝতে পারি তার ‘ব্রেকাপ ডান’...

সোস্যাল মিডিয়া স্টোরিতে সিগারেট কিংবা নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে ছবি পাওয়া যেতে পারে। 

হঠাৎ দার্শনিকতা-মানবিকতা জেগে ওঠা। যাতে তার ভেতরের দার্শনিকতা-মানবিকতা হঠাৎ পরিস্ফুটিত হয়ে ওঠে। এছাড়াও ফেলে আসা সময়ের জন্য রিগ্রেটমূলক স্ট্যাটাস থাকে।

হুট করে বন্ধুদের কদর বেড়ে যাওয়া। হঠাৎ ধর্মকর্মে মন চলে আসা।