BY- Aajtak Bangla

পাতার রঙ দেখেই বলে দেবেন গাছের কীসের অভাব, রইল টিপস

3 February, 2025

গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।

অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।

কিন্তু সহজে, গাছের পাতা দেখেই কীসের অভাব তা বলা যায়।

নতুন পাতা কুঁকড়ে যাওয়ার অর্থ একাধিক। প্রথম গাছের গোড়ায় জল জমছে। এর পাশাপাশি অণুখাদ্যের অভাব হচ্ছে। 

পাতা দুই সাইড থেকে কুঁকড়ে যাওয়া ক্যালসিয়ামের অভাবের লক্ষণ। নতুন করে মাটি করুন। তাতে হাড় গুঁড়ো ও শিং কুচি মেশান।

মাটিতে আয়রনের অভাব হলে পাতা সাদাটে বা হলদেটে হয়ে যায়। 

সবুজ পাতা হঠাৎ শুকিয়ে বাদামী হওয়ার দুইটি কারণ থাকতে পারে। প্রথমত, অতিরিক্ত রোদে পাতা জ্বলে যাচ্ছে। দ্বিতীয়ত পটাশিয়ামের অভাব। 

পাতার অগ্রভাগ মুড়ে গেলে এবং ফ্যাকাশে হওয়ার অর্থ গোড়ায় জল বসছে। 

মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।