18 July, 2024
BY- Aajtak Bangla
সেলাই এমন একটি কাজ যা সকলের জানা জরুরি। হঠাৎ কাপড় ছিড়লে বা বোতাম খুলে গেলে তৎক্ষণাৎ সেলাই করতে হলে বিপাকে পড়বেন।
তবে বেশিরভাগ মানুষ সূঁচে সুতো ঢোকাতে হিমশিম খান।
কারও ধৈর্য্যের অভাব, কারও বা কাছের জিনিস দেখতে সমস্যা হয়।
তবে সব কাজেরই শর্টকাট থাকে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়।
সেরকমই সহজে সূঁচে সুতো না ঢুকলে সহজ একটি পন্থা মেনে দেখুন।
এর জন্য লাগবে শুধু এক টুকরো কাগজ। কাগজ ছোট টুকরো করে কেটে নিন। চার কোণা করবেন।
তারপর এটিকে ২ ত্রিভূজের মতো ভাঁজ করুন।
এবার এই জয়েন্টের মধ্যে সুতো ভরুন। এরপর সূঁচের মুখ কাগজে যতটা ঢোকে তা ঢুকিয়ে কাগজটা বের করে নিন। হাত দিয়ে টানলেও সূঁচে সুতো ভরে যাবে।
দেখবেন ভিতরের সুতোটাও এর মধ্যে ঢুকে গেছে। সূঁচে সুতো ভরার এর থেকে সহজ টিপস দ্বিতীয়টি নেই।