14 May, 2025
BY- Aajtak Bangla
প্রকৃত যত্নই চুলের বিভিন্ন সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে। অতিরিক্ত চুল ঝরা বন্ধ করে, পাশাপাশি চুলের জেল্লাও হয় দেখার মতো।
তাই সকালে এবং রাতে এই দুই বেলা চুলের যত্ন নিতে বলেন বিশেষজ্ঞরা।
লক্ষ্য করে দেখবেন আমাদের মা-দিদিমাদের চুল কতটা সুন্দর এবং লম্বা।
তাঁরা চুলের এমন কিছু যত্ন না নিলেও ছোট ছোট কিছু কাজ করতেন নিয়ম করে।
আর তাতেই তাঁদের চুল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তাহলে আপনিও জেনে নিন সেই কাজটি কী।
তেল যে চুলের জন্য কতটা ভাল তা নতুন করে বলার কিছু নেই। তাই নিয়ম করে চুলে তেল মাখা জরুরি।
রাতে শোওয়ার আগে ভাল করে চুল আঁচড়ে নিন। পরিষ্কার করে জট ছাড়িয়ে নিন।
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ধীরে ধীরে আঁচড়াবেন। এবার চাইলে তেল লাগাতে পারেন।
রাতে শুতে যাওয়ার আগে আপনি একটি হালকা পনিটেল করে নিতে পারেন। নাহলে ঢিলে বিনুনিও বাঁধতে পারেন চুলে।
ভুলেও টেনে শক্ত করে পনিটেল করবেন না কিংবা টাইট বিনুনিও বাঁধবেন না। এতে চুলের ক্ষতি হয়।