1 November, 2024
BY- Aajtak Bangla
জীবনযাত্রায় বদলের কারণে অনেক পুরুষই এখন পুরুষত্বহীনতার শিকার হচ্ছে।
পুরুষত্ব হারাচ্ছেন বহু পুরুষ। আর সেটা শুরুতেই বুঝতে না পারলে আর সামলানো যায় না।
কীভাবে বুঝবেন পুরুষত্ব হারাচ্ছেন ধীরে ধীরে? রইল ৭ লক্ষণ।
হঠাৎ করে মাথায় চুল উঠতে শুরু করেছে। শরীরে আসছে বার্ধক্যের ছাপ।
বারবার ফুসফুসে সংক্রমণ হলেও পুরুষত্ব কমার লক্ষণ।
কোনও কাজেই মন লাগছে না। ক্লান্তি ঘিরে ধরছে সারাক্ষণ। তাহলেও বুঝবেন সমস্যা আছে।
পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ ভালবাসার ইচ্ছা হয় না। সেই চাইলেও যখন আপনার মন থাকে না।
অণ্ডকোষে ব্যথা হলে বা গাঁটের মতো কিছু অনুভব করলে।
পুরুষের ছাতির বৃদ্ধি অন্যরকম হলেও বুঝবেন হরমোনের অভাব ঘটছে।
শরীর সক্রিয় হচ্ছে না। রক্তের স্রোত ঠিক জায়গায় পৌঁছচ্ছে না। ওজন বাড়ছে। তাহলে বুঝবেন পুরুষত্ব কমছে।