9 May, 2025

BY- Aajtak Bangla

গরমে বিন্দাস পরুন স্লিভলেস, এই ঘরোয়া ট্রিকসে পান ঝকঝকে বগল

বাহুমূলের লোম পরিষ্কার করতে সালোঁতে যাওয়ার সময় নেই! ক্রিম ও রেজার দিয়ে তুলে নিলেন অবাঞ্ছিত লোম!

এর ফলে কালো দাগছোপ ও ত্বকের পেলবতা নষ্ট হয়।

ওয়াক্সিং, রেজার দিয়ে লোম পরিষ্কার করা বেশ খাটনির। এতে কষ্টও হয়। ওয়াক্সিংয়ের জ্বালা সহ্য করতে পারেন না। 

বাজার চলতি ক্রিমে রাসায়নিক থাকে। ত্বকের ক্ষতি হয়। আন্ডারআর্ম আরও কালো হয়ে ওঠে। দাগছোপও হয়। 

প্রাকৃতিক উপায়ই সবচেয়ে ভাল। ওয়াক্সিং করার ঘরোয়া প্রাকৃতিক উপায়গুলি জেনে নিন-

হলুদ গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ বগলে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর হাল্কা হাতে স্ক্রাব করুন ভালভাবে। দেখবেন বগল ঝকঝকে। 

চিনির সঙ্গে লেবুর রস ও জল দিয়ে ঘন পেস্ট বানান। আন্ডারআর্মস ভাল করে স্ক্রাব করুন। সহজেই অবাঞ্ছিত লোম দূর হবে।

  ডিমের সাদা অংশের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে বগলে লাগান। ৩০ মিনিট পর টেনে তুলুন। লোম সহজেই উঠে আসবে। 

অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন করলেই দূর হবে বগলের কালো দাগছোপ। 

এক চামচ বেকিং সোডা ও গোলাপ জল মিশিয়ে নিন। সপ্তাহে তিন বার বগলে লাগাতে পারেন। মিনিট পাঁচেকের বেশি রাখবেন না। দাগছোপ দূর হবে।