8 October, 2023
BY- Aajtak Bangla
কম খরচে কয়েক দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন?
মাত্র ২৫০ টাকায় ঘুরে আসতে পারেন ঐতিহাসিক মুর্শিদাবাদে।
কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে এত কম খরচে এরকম একটি জায়গায় ঘোরা যায়? জেনে নিন।
শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী যে কোনও ট্রেনে মুর্শিদাবাদ যেতে পারেন। এছাড়া চিৎপুর স্টেশন থেকেও ট্রেন ধরা যেতে পারে।
লালগোলা প্যাসেঞ্জার, ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্যে এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেস এগুলো কিছু ট্রেনের নাম। এই ট্রেনগুলির সাধারণ কামরার টিকিটের দাম ৪৫ থেকে ৮০ টাকা।
লালবাগে পৌঁছে আপনি ডাহাপাড়া জগৎবন্ধু ধামে ঘর দেখতে পারেন। কিন্তু সেই ধামে পৌঁছতে গেলে লাল্বাগ থেকে নৌকা পেরিয়ে ওপারে যেতে হবে। তারপর কিছুটা হাঁটাপথ।
মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাগুলি ঘুরতে হলে স্থানীয় টোটো, অটো বা ঘোড়ার গাড়িতে ঘুরতে পারেন। কিন্তু ঘোড়ার গাড়ি নিলে বেশি খরচ। কিন্তু টোটো বা অটো নিলে অনেক কমে হবে।
প্রথম দিন যেতে পারেন মতিঝিল, কাঠগোলা বাগান, নশিপুর রাজবাড়ি, হাজারদুয়ারি, খোশবাগ, রোশনবাগ,ভবানীশ্বর মন্দির এবং বিভিন্ন সমাধী।
দ্বিতীয়দিন যাওয়া যেতে পারে মতিঝিল পার্ক। এই একই দিনে বহরমপুর গিয়ে কাশিমবাজার রাজবাড়ি দেখা যেতে পারেন।
দু-দিন পর আবার কলকাতাগামী কোন ট্রেনে চেপে আবার বাড়ি ফিরে আসতে পারেন।