16 June, 2024

BY- Aajtak Bangla

গোড়া থেকে কালো হবে পাকা চুল, বাংলার এই লাল ফুল আর পাতায় ম্যাজিক

আধুনিক যুগে চুল খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দূষণ ও খাদ্যাভ্যাসের অভাবে মানুষের চুল দ্রুত পেকে যাচ্ছে।

জবা পাতা ও ফুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড। যা মাথার ত্বকে কোলাজেন বাড়ায়। চুলের বৃদ্ধি ঘটায়।

জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুল কালো করে। প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়। চুল পাকে না।

সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে হওয়া ক্ষতি থেকে চুলকে রক্ষা করে। চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক

জবা ফুল এবং পাতায় অ্যামিনো অ্যাসিড থাকে। ত্বকে রক্ত ​​সঞ্চালন বাড়ায়। চুলের বৃদ্ধি হয়। চুলের গোড়া মজবুত করে। পড়ে না চুল।

কীভাবে জবা ফুল ও পাতা দিয়ে তৈরি করবেন হেয়ার মাস্ক, জেনে নিন।

উপকরণ- কারি পাতা, জবা ফুল, জবা পাতা, অ্যালোভেরা ও দই।

জবা ফুল ও পাতার সঙ্গে দই এবং কারিপাতার সঙ্গে মিশিয়ে পিষে নিন। 

কিছু অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এরপর প্রায় ২০ মিনিট চুল এভাবে রাখুন।

ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রতি ১৫দিন অন্তর করুন।