BY- Aajtak Bangla
15 December 2023
দাঁতের সমস্যা এখন সকলের। মুখের ভিতর দুর্গন্ধ বা দাঁতে ক্যাভিটি দেখা দিচ্ছে।
ত্বকের জন্য উপকারী অ্যালোভেরা। ত্বক করে উজ্জ্বল ও মোলায়েম।
অ্যালোভেরা দাঁতের জন্যও উপকারী। খালি জেনে নিতে হবে কীভাবে অ্যালোভেরা লাগাবেন
দাঁতের সমস্যা দূর করে অ্যালোভেরা। অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আছে।
রোজ দাঁতে অ্যালোভেরা লাগালে দাঁতের ব্যথা ও ক্যাভিটি থেকে মুক্তি মেলে।
মাড়ির জ্বালা, ফোলাভাব দূর করতে লাগাতে পারে অ্যালোভেরা।
মাড়ি থেকে রক্ত বের হলে তা বন্ধ করে অ্যালোভেরা।
অ্যালোভেরা জেলে সঙ্গে সরষের তেল মিশিয়ে লাগালে মুখের ব্যাক্টেরিয়া দূর হবে।
দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা জেলে সরষের তেল ও নুন মিশিয়ে টুথপেস্টের মতো দাঁতে লাগান।
রাতে ঘুমোনোর আগে অ্যালোভেরা জেল নিয়ে নিয়ে মাড়িতে ম্যাসাজ করুন। হালকা গরম জলে অ্যালোভেরা মিশিয়ে গার্গেলও করতে পারেন।