15 JANUARY, 2025

BY- Aajtak Bangla

চুল হবে ঘন-কালো কুচকুচে, ঘরেই বানান এই হেয়ার মাস্ক

চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে যেসব প্রাকৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছে অ্যালোভেরা ও আমলকী। আর এই দুই উপাদান একত্রে চুলে ব্যবহার করলে উপকার মিলবে আরও বেশি!

অ্যালোভেরায় থাকা উপকারী ভিটামিন ও মিনারেল চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। এধিকে স্ক্যাল্পের স্বাস্থ্য়ও উন্নত করে।

স্ক্যাল্পের একাধিক সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে। তাছাড়া চুলের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার।

অন্য দিকে আমলকীও চুলের জন্যে ভারী উপকারী। এতে উপস্থিত ভিটামিন সি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে।

আমলকীর গুণে চুলের সুস্বাস্থ্য বজায় থাকে আর স্ক্যাল্পের সংক্রমণও থাকে নিয়ন্ত্রণে। তাই আপনার হেয়ার কেয়ার রুটিনেও আমলকী থাকা চাই!

আমলকী ও অ্যালোভেরা আলাদা আলাদা ভাবে আপনি স্ক্যাল্পে লাগাতেই পারেন। তবে এই দুই উপাদান মিশিয়ে যদি চুলে ব্যবহার করেন, তাহলে উপকার মিলবে আরও বেশি!

এক্ষেত্রে একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল এবং আমলকীর পাল্প নিয়ে ব্লেন্ড করুন। তাহলেই তৈরি হবে ঘন মিশ্রণ।

এই মিশ্রণ আপনার স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করলেই উপকার মিলবে হাতেনাতে।​