BY- Aajtak Bangla

রূপচর্চায় দারুণ কাজ করে কফি! এভাবে ব্যবহার করুন 

27 OCTOBER, 2025

কফি অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। এক কথায় বলা যায়, এটি  সব সময় হিট। 

অনেক গবেষণায় প্রমাণিত যে, কফি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 

তবে অনেকের অজানা, শুধু স্বাস্থ্যের জন্য নয়, কফি ত্বকও সুন্দর করে। 

এটি ত্বককে ময়েশ্চারাইজ করে শুষ্কতার সমস্যা দূর করে।

মধুর সঙ্গে কফি মিশিয়ে স্ক্রাব হিসাবে ব্যবহার করলে মুখের মরা চামড়া উঠে যায়।

কফি দিয়ে মুখ ম্যাসাজ করলে তৈলাক্ত ত্বক ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়।

হেনার সঙ্গে কফি মিশিয়ে চুলে লাগান। এটি চুল পড়া কমায় এবং উজ্জ্বলতা আসবে।

কফিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উন্নতিতে কাজ করে। 

 কফি পাউডারে টি ট্রি ওয়েল মিশিয়ে মুখে মালিশ করলে বার্ধক্যের ছাপ কমে, মুখে উজ্জ্বলতা আসে।

মুখে কফির পেস্ট লাগালে ত্বকে অনেক উজ্জ্বলতা আসে।

কফিতে অ্যান্টি- ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা, ডার্ক সার্কেলস ও চোখের ফোলাভাব দূর করে।