21 March, 2025

BY- Aajtak Bangla

কমোডে প্রস্রাব-পায়খানার আলাদা নিয়ম, অনেক শিক্ষিতও জানে না

কমবেশি সকলের বাড়িতেই আজকাল ইংরেজি কমোড। এই কমোডের ব্যবহার অনেকেই জানেন না। 

কমোড ব্যবহার না জানলে অসুবিধার মুখে পড়তে হয়। কীভাবে ইংলিশ টয়লেট ব্যবহার করবেন?

কমোডের রিং কভার নামিয়ে চেয়ারের মতো বসুন। কমোডের উপর উঠে বসবেন না।

পুরুষরা প্রস্রাবের সময় রিং ব্যবহার করবেন না। এতে অন্যদের অসুবিধা হতে পারে।

অনেক মহিলা প্রস্রাবের সময় কমোড ব্যবহার করেন না। তা ঠিক নয়। কমোড ব্যবহারে ইউটিআই-র ঝুঁকি কমে।

কমোড ব্যবহারের আগে হ্যান্ড শাওয়ার দিয়ে ঢাকনা পরিষ্কার করে নিতে পারেন।

কমোডের ঠিক উপরের অংশে থাকে জোড়া ফ্লাশ বাটন। প্রস্রাব করলে ছোট ফ্লাশ বাটন। আর পায়খানা করলে বড় ফ্লাশ বাটন।

কমোড ব্যবহারের পর সিট রিং কভার উঠিয়ে রাখতে ভুলবেন না। ভেজা থাকলে টিসু পেপার দিয়ে মুছে নিন।

ইংলিশ টয়লেটে কিন্তু হ্যান্ড শাওয়ার ব্যবহার থাকে। মগ ব্যবহারের দরকার পড়ে না।

অনেকেই জানেন না,ফ্লাশ করার আগেই ঢাকনা বন্ধ করুন। নইলে জীবাণু ছড়াতে পারে।