16 JANUARY, 2025

BY- Aajtak Bangla

মুম্বই, দিল্লি নয়, ভারতের এই রাজ্যেই কন্ডোমের বিক্রি সবচেয়ে বেশি

সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে কন্ডোমের চাহিদা। নববর্ষেও রেকর্ড সংখ্যায় বিক্রি হয়েছে কন্ডোম।

ব্লিঙ্কিটের তথ্য বলছে, শুধু ১ জানুয়ারিই ১ লক্ষের বেশি কন্ডোম বিক্রি হয়েছে অনলাইনে।

শুধু নববর্ষ বলেই নয়, যেকোনও বড় অনুষ্ঠান বা ইভেন্টে হু হু করে বিকোচ্ছে কন্ডোম। যেমন ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন কয়েক ঘণ্টায় ১০ হাজারেরও বেশি কন্ডোম অর্ডার হয়েছিল।

তবে আপনি কি জানেন, কোন রাজ্যে সবথেকে বেশি কন্ডোম বিক্রি হয়? সবার হয়তো দিল্লি-মুম্বইয়ের নাম মাথায় আসবে, কিন্তু তা ভুল।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ কমিশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি কন্ডোম ব্যবহার হয় দাদরা-নগর হাভেলিতে।

দাদরা-নগর হাভেলিতে প্রতি ১০ হাজার দম্পতির মধ্যে ৯৯৩ জনই কন্ডোম ব্যবহা করেন মিলনের সময়।

দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্র প্রদেশ। এই রাজ্যে প্রতি ১০ হাজার দম্পতির মধ্যে ৯৭৮ জন দম্পতিই কন্ডোম ব্যবহার করেন।

প্রযুক্তি হাব কর্নাটকের বেঙ্গালুতে কন্ডোম ব্যবহারে অনেক পিছিয়ে। ১৫ তম স্থানে রয়েছে কর্নাটক। প্রতি ১০ হাজারে মাত্র ৩০৭ জন দম্পতি কন্ডোম ব্যবহার করেন।

অনেক ক্ষেত্রে উভয় শাস্তি পেতে পারেন। আপনি যদি তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ধরা পড়েন তবে আপনার দুই বছরের জেল বা ৩০০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।