5 JAN, 2025
BY- Aajtak Bangla
ইপসম সল্ট হচ্ছে একটি রাসায়নিক যৌগ, যেখানে ম্যাগনেসিয়াম, সালফার ও অক্সিজেন রয়েছে। ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের জন্য বেশ উপকারী একটি পুষ্টি উপাদান।
এর ব্যবহার জানা থাকলে গাছের অনেক সমস্যার সহজেই সমাধান করা যায়।
তিনটি পদ্ধতিতে এপসম সল্ট গাছে ব্যবহার করা যায়। স্প্রে এর মাধ্যমে পাতায় ব্যবহার। জলে মিশিয়ে টবের মাটিতে ব্যবহার। রিপটিং এর সময় সরাসরি মাটিতে ব্যবহার।
এক লিটার পানিতে ১ টেবিল চামচ এপসম সল্ট নিয়ে ভালো ভাবে মিশিয়ে পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে। মাসে ১ বার। গাছের যতই সমস্যা থাকুক না কেন ১ বারের বেশি স্প্রে করা যাবে না।
এপসম সল্ট স্প্রে করার ৩ দিন আগে ও ৩ দিন পরে অন্য কোনও সার বা কীটনাশক বা অন্য কোনও কিছু গাছে স্প্রে করা যাবে না।
এক লিটার জলে ২ টেবিল চামুচ এপসম সল্ট নিয়ে ভালভাবে মিশিয়ে টবের মাটি নিড়িয়ে বা আলগা করে মাটিতে দিতে হবে।
সরাসরি টবের মাটিতেও ব্যবহার করা যাবে। টবের ওপরের মাটি আগে নিড়ানি দিয়ে নিতে হবে। ১০ ইঞ্চি/১২ ইঞ্চি টবের জন্য ১ চামচ, ছোট টবে হাফ চা চামুচ এপসম সল্ট দিতে হবে। এরপর জল দিতে হবে।
রিপটিং শক অর্থাৎ টবে নতুন কোনও চারা বসালে বা পুরনো কোনও গাছ বড় টবে রিপটিং করার সময় অনেক সময় গাছ ঝিমিয়ে পরে। এটা রিপটিং শকের কারণে হয়ে থাকে।
তখন প্রতি টবের মাটির সঙ্গে ১/২ চামচ এপসম সল্ট ব্যবহার করতে হবে। সব ধরনের গাছে যেমন ইন্ডোর প্ল্যান্ট,আউটডোর প্ল্যান্ট, ফুল গাছ , ফল গাছ , সবজি গাছে দেওয়া যাবে।
গাছের সালোক সংশ্লেষণে বৃদ্ধিতে ইপসম সল্ট বেশ ভাল কাজ করে। এটি প্রয়োগে ফলের মিষ্টতা বাড়ে। সেইসঙ্গে ফল, ফুল বৃদ্ধি পায় ও ঝরে পড়াও কমায়।
অনেক সময় টবের মাটি থেকে গাছ নাইট্রোজেন ও ফসফরাস নিতে পারে না। ইপসম সল্ট এ ক্ষেত্রে ভালো মাধ্যম হিসেবে কাজ করে। কিছু পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে, এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
গাছের পাতার রং সবুজ-সুন্দর এবং উজ্জ্বল হয়। গাছকে সতেজ রাখতে সাহায্য করে। ফুলের রং উজ্জ্বল করতে সাহায্য করে। ফুল ও ফলের আকার বড় হতে সাহায্য করে।