17 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

গিজার ঠিক এইভাবে ব্যবহার করলে কম বিল আসবে, জরুরি টিপস

প্রকৃতিতে শীত আসতে শুরু করেছে। এই সময়ে অনেকেই বাথরুমে গরম জলের  ব্যবস্থা করেন। আর এই কাজে গিজারের তুলনা নেই।

শীতকালে গিজারের ব্যবহার খুব বেশি হয়। কাজেই দরকার সঠিকভাবে গিজার ব্যবহারের নিয়ম জানা।

পাশাপাশি গিজার ব্যবহারের সময় নিরাপত্তার দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে, নয়তো ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। জানুন গিজার ব্যবহারের সঠিক নিয়ম।

গিজারে জল ও বিদ্যুৎ সংযোগ দুই-ই থাকে। তাই গিজার থেকে বড়সড় বিপদ ঘটার ঝুঁকি থাকে। বন্ধ জায়গায় গিজার বসাবেন না। বায়ু চলাচল হয়, এমন জায়গায় গিজার বসান।

বাথরুমে গিজার লাগানো থাকলে স্নানের সময় এক্সজস্ট ফ্যান চালান। সারাদিন গিজারের সুইচ অন করে রাখবেন না। স্নানের কিছুক্ষণ আগে সুইচ অন করুন, জল গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিন।

জল  গরম হয়ে গেলে গিজারটি মেইন পাওয়ার পয়েন্ট থেকে বন্ধ করে দিন। গিজার বন্ধ না করে স্নান করবেন না। এতে বিদ্যুত কম পুড়বে, গিজার দীর্ঘদিন ভালো থাকবে।

গিজারে একটা নির্দিষ্ট সময় পর জল গরম হয়ে যায়। জল  গরম হতে দেরি হলে বুঝবেন নির্ঘাৎ কোনও সমস্যা হয়েছে।

পাশাপাশি, গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর জল  গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। যদি দেখেন গিজার নিজে থেকে বন্ধ হচ্ছে না, তবে মেকানিক ডাকতে হবে।