15 December, 2023
BY- Aajtak Bangla
শীতকাল মানেই উৎসবের মরশুম।
কিন্তু এই সময়ই ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
অনেক সময় ক্রিম মাখলেও সমাধান হয় না ত্বকের।
এবার ১ চামচ ঘি ব্যবহার করেই পাবেন এই কয়েকটি উপকার-
বেসন, হলুদের সঙ্গে ঘি মিশিয়ে ২০ মিনিটের জন্য প্যাকটি রোজ লাগালে ত্বকের জেল্লা বাড়বে।
অল্প আঁচে গরম করা ঘিতে অ্যালোভেরা জেল মিশিয়ে ১৫ মিনিট রেখে মুছে ফেললে কিছু দিনের মধ্যেই তফাৎ চোখে পরবে।
নারকেল তেল বা আমন্ড তেলের সঙ্গে ঘি মিশিয়ে হাতে মাখলে চামড়া নরম হবে।
ঘি, মধু ও চিনির সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে মালিশ করলে ঠোঁটের গোলাপি আভা ফিরবে কয়েকদিনের মধ্যেই।
ঘি মধুর সঙ্গে মিশিয়ে ত্বকের ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেললে টানটান হবে ত্বক।
শিয়া বাটার বা কোকো বাটারের সঙ্গে ঘি মিশিয়ে লাগালে, দারুণ উপকার পাবেন।
শিয়া বাটার বা কোকো বাটারের সঙ্গে ঘি মিশিয়ে লাগালে, দারুণ উপকার পাবেন।