03 January 2025

BY- Aajtak Bangla

'নারকেলের ছোবড়া' দিয়ে করুন এই কাজ, টাক মাথায় হবে চুলের জঙ্গল

চুলের গোড়া নরম হলে পড়তে শুরু করে। চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। সেই সঙ্গে যে ক'টা চুল বেঁচে আছে, তার অর্ধেক পেকে এক সা। এই সমস্যা থেকে বাঁচাতে ম্যাজিকাল হতে পারে নারেকেলের ছোবড়া।

ভাবছেন এও সম্ভব! এটাই সম্ভব। নারকেলের ছোবড়া দিয়ে করুন এই কাজ, সাদা চুল সব হবে কালো।

চুল ভাল রাখতে নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী।

কিন্তু নারকেলের ছোবড়াও যে তিন গুণ উপকারী তা অনেকের অজানা। আসলে নারকেলের ছোবড়া পোড়ালে কালো হয়ে যায়।

তাই স্ক্যাল্প শুষ্ক হলে নারকেল ছোবড়ার এই ছাই অর্থাৎ চারকোল খুসকি দূর করে। যা মাথার চুলকানির সমস্যাও কমিয়ে দেয়।

স্ক্যাল্প তৈলাক্ত হলে এটি লাগালে ফলিকল সাফ হবে।

নারকেল ছোবড়া পুড়িয়ে প্রথমে চারকোল বানিয়ে গুঁড়িয়ে নিতে হবে। তাতে হাফ চা চামচ বেকিং সোডা ও কিছুটা গরম জল মিশিয়ে মিশ্রণ বানান। এটি ৫ মিনিট লাগিয়ে ধুয়ে নিলে চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা থাকবে না।

মিশ্রণটি চুলে ২০ থেকে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেললে সাদা চুলের সমস্যাও পালাবে।