11 November, 2024

BY- Aajtak Bangla

কমবয়সেই মাথা হচ্ছে ফাঁকা? এই সবজির রসেই গজাবে নতুন চুল

পেঁয়াজের রস চুলের জন্য খুব উপকারী। বিশেষ করে চুল পড়ার সমস্যায়।

কয়েক দশক ধরে ঘরোয়া প্রতিকার হিসেবে পেঁয়াজের রস ব্যবহার হচ্ছে।

চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করার কথা ভাবছেন? কীভাবে করবেন সেটা জেনে নিন।

পেঁয়াজের রস চুলের অকাল পাক রোধ করে। কমে চুল পড়া। এমনকি খুশকিও হয় না। , যেখানে সবসময় ঝগড়া-ঝামেলা হয়েই চলেছে।

পেঁয়াজ ভালো করে পিষে রস বের করে নিন। সেই সঙ্গে লাগবে একটি লেবু। 

পেঁয়াজের রসের সঙ্গে ভালো করে মেশান লেবুর রস। অনুপাত হবে তিনভাগ ও দুই ভাগ।

যতটা সম্ভব সমানভাবে চুল এবং মাথার ত্বকে মিশ্রণটি মেখে নিন।

চুলে এবং মাথার ত্বকে ৩০ মিনিট রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।

এইভাবে চুলে পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হবে এবং বৃদ্ধিও হবে।

পেঁয়াজের গন্ধ কমাতে চুল ধুতে হালকা শ্যাম্পু ব্যবহার করুন।