10 December, 2023

BY- Aajtak Bangla

শীতে শ্যাম্পুর সময় আপনার এই ৫ ভুলেই রুক্ষ-খুশকি হচ্ছে চুল 

শীত মানেই ত্বকের, চুলের সমস্যা শুরু। বাতাসে আর্দ্রতার অভাবেই শুকিয়ে যায় চুল। 

সবার চুল ধোয়ার নিজস্ব পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলিও চুলের ক্ষতি করতে পারে। 

চুল লম্বা হোক বা ছোট হোক, সঠিকভাবে না ধুলে চুল ভেঙে যেতে শুরু করে। প্রাণহীন হয়ে যায়।

চুল ঠিক মতো না ধুলে অকালে সাদা হয়ে যেতে পারে বা মাথায় খুশকির সমস্যাও হতে পারে।

 চুল ঘন, নরম ও চকচকে রাখতে কীভাবে চুল ধোবেন, কোন ভুলগুলো এড়াবেন

অতিরিক্ত শ্যাম্পু- শ্যাম্পু বেশি ব্যবহারে চুলের ক্ষতি হয়। জেল্লা থাকে না। কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন।

শ্যাম্পু তালুতে মুদ্রার আকারে নিন। 

স্ক্যাল্পকে ভাল করে রগড়ে ধুলে চুলে নোংরা থাকবে না। ফলে খুশকির সমস্যা কমে যাবে। চুলের ত্বক পরিষ্কার করুন।  

চুলকে কখনই গরম জলে ধোবেন না। তাতে চুলের ক্ষতি হতে পারে। সাধারণ তাপমাত্রার জলে স্নান করুন।

ভুল শ্যাম্পুর কারণেও চুলের ক্ষতি হতে পারে। শুষ্ক চুল, তেলতেলে চুলের শ্যাম্পু আালাদা। তাই দেখে শ্যাম্পু বাছুন।