17  March 2025

BY- Aajtak Bangla

হোলির রং জামা থেকে একেবারে উঠে যাবে, এই ভাবে কাচুন

হোলি খেলার জেরে অনেক ভাল জামা-কাপড়ও নষ্ট হয়ে যায়। জামা প্যান্ট থেকে জেদি রং তোলা যায় না। জামা থেকে সহজেই রং তুলে জামাটি ফের পরার যোগ্য করা যায়।

কিছু পদ্ধতিতে কাচলেই জামা-প্যান্টে হোলির রং উঠে যায়। দেখে নেওয়া যাক, সেই পদ্ধতিগুলি।

এক বালতি ঠান্ডা জলে আধ কাপ ভিনিগার মেশান। তার সঙ্গে এক চামচ ডিটারজেন্ট মেশাতে হবে।

=

সেই জলে ৩০ মিনিটি রং মাখা জামাকাপড় ভিজিয়ে রাখতে হবে। এতে সহজেই পোশাক থেকে রং উঠে যাবে।

যদি হোলি খেলার ফলে জামায় হালকা রং হয়, তা হলে তার দাগ তুলতে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড কড়া দাগ তুলতে সাহায্য করে।

এক বালতি ঈষদুষ্ণ জলে দুই থেকে তিন ফোঁটা অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার মিশিয়ে একটি মিশ্রণ বানান।

সেই জলে কিছুক্ষণ রং লেগে থাকা পোশাকগুলি ভিজিয়ে রাখতে হবে। তা হলে দেখা যাবে কাচার আগেই অনেকটা রং জামা উঠে যাবে।

সাদা রংয়ের জামা থেকে সহজে দোলের রং তোলার সবচেয়ে ভালো উপায় হল নন ক্লোরিন বিচ।

হোলি খেলার পর সাদা পোশাক গরম জলে নন ক্লোরিন বিচ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।

তারপর ১৫ মিনিট অপেক্ষা করে জামা কেচে শুকিয়ে নিতে হবে। দোলের রং সহজে উঠে যাবে।

ছিটেফোঁটা রং লাগলে টুথপেস্ট মোক্ষম কাজ দেয়। টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিলে উঠে যায়।