BY- Aajtak Bangla
14 OCTOBER, 2025
সময় যতই বদলে যাক, ফ্যাশনে সবসময় হিট জিন্স।
রকমারি জ্যাকেট, স্কার্ট কিংবা প্যান্টের দাম- মান ভেদে বাজারে জিন্সের সম্ভার পাওয়া যায়।
বর্তমানে আট থেকে আশি সবাই জিন্স পরতেই অভ্যস্ত, কিন্তু তা কীভাবে যত্নে রাখবেন?
অনেকের মতে জিন্স ভাল রাখার একমাত্র উপায় হল বেশি না কাচা।
বিখ্যাত ব্রান্ড লিভাইসও তাদের কেয়ার গাইডে একই কথা বলেছে।
জিন্স খানিকটা ময়লা হলে পুরো জলে না ডুবিয়ে ময়লা জায়গাটি পরিষ্কার করে নিন।
অবশ্যই ঠান্ডা জলে কাচবেন জিন্স, এতে রং অনেকদিন ভাল থাকে।
কাচার সময় একেবারেই দরকারের বেশি সাবান ব্যবহার করবেন না।
কড়া রোদে জিন্স না মেলে দেওয়াই ভাল। উল্টো করে তারপর রোদে শুকনো করুন।