BY- Aajtak Bangla

জিন্সের রং কখনও চটে যাবে না, মানুন ধোপার এই টিপস

12th June, 2024

পুরুষ হোক বা মহিলা জিন্স এখন সকলেরই প্রিয় পোশাক হয়ে উঠেছে। অফিস হোক বা কফি ডেট, চট করে জিন্স গলিয়ে নিয়ে চলে যাওয়া যায়।

তবে জিন্সের যদি সঠিকভাবে যত্ন ও ধোওয়া না হয়ে থাকে তাহলে এর রং চটে যেতে পারে। আর যে কারণে তা পুরনোর মতো দেখতে হয়ে যায়।

তাহলে আসুন জিন্স ধোওয়ার টিপস জেনে নিন ধোপাবাড়ির কাছ থেকে।

যখনই নতুন জিন্স ধুতে যাবেন তখন জিন্সে থাকা লেবেল প্রথমে পড়ে নিতে হবে।

এই লেবেলেই বলা থাকে জিন্স কোন জলে ধোওয়া উচিত। তা সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে। 

এর সঙ্গে সেখানে এটাও উল্লেখ করা থাকে যে এই জিন্সকে অন্য কাপড়ের সঙ্গে ধোওয়া উচিত নাকি উচিত নয়।

জিন্স ধোওয়ার সময় সবসময় মাইল্ড ডিটারজেন্টের ব্যবহার করা উচিত। এমন ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা একেবারে অনুচিত যেখানে ক্ষারের মাত্রা বেশি রয়েছে, নয়তো রং চটে যাবে।

ধোপারা সবসময় জিন্স ঠান্ডা জলে ধোওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আসলে গাঢ় রঙের জিন্স গরম জলে ধুলে সেই জিন্স কুঁচকে হয়ে যায়।

জিন্স ধোওয়ার আগে তা হালকা হাতে ঘষে নিন তাহলে নোংরা বেরিয়ে আসবে। এছাড়াও জিন্স ধোওয়ার আগে এটাকে উল্টে দিন, এতে এটা ড্যামেজ হওয়ার ঝুঁকি কম থাকবে। 

ওয়াশিং মেশিনে না দিয়ে জিন্স হাতের মাধ্যমে কাচা উচিত। এতে রং চটে যায় না। তাই ধোওয়ার আগে লেবেলে থাকা নির্দেশ পড়ে নিন।