BY- Aajtak Bangla

পরতে গিয়েই ভেঙে যায়? কাচের চুড়ি পরার নিনজা টেকনিক শিখুন

5th June 2024

সোনা-রূপো গয়নার মধ্যেও মেয়েদের আলাদা করে চোখ টানে কাচের চুড়ি।

লাল, নীল, হলুদ ও সবুজ নানান রঙের কাচের চুড়ি বাজারে গেলেই দেখতে পাওয়া যায়। 

শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজ সবকিছুর সঙ্গেই কাচের চুড়ি খুব ভাল মানিয়ে যায়।

তবে সমস্যা হয় কাচের চুড়ি পরতে বা খুলতে গিয়ে ভেঙে যায়। আর এই করে করে সাধের কাচের চুড়িগুলো ভাঙে। 

তবে এই ছোট্ট সহজ টিপস মেনে চললেই কাচের চুড়ি পড়তে বা খুলতে কোনও অসুবিধাই হবে না। 

চুড়ি পরার আগে হাতে প্লাস্টিক জড়িয়ে নিন। প্লাস্টিক পিচ্ছিল হওয়ার কারণে হাতে চুড়ি পরতে বা খুলতে পারবেন সহজে।

চুড়ি পরার আগে বা খোলার আগে হাতে ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিন, এতেও চুড়ি পরা বা খোলা সহজ হবে।

হাতে সাবান মাখিয়ে নিন। এতে হাত পিছলা হয়ে যাবে, আর এরকম হাতে চুড়ি পরা খোলা সহজেই হয়।

হাতের কাছে কিছুই না পেলে নারকেল তেল মেখে নিন। এরপর কাচের চুরি পরতে বা খুলতে কোনও সমস্যাই হবে না।