08 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

টাইট হওয়া চুড়ি সহজেই হাতে গলবে, শুধু এই ৫ 'গোপন' ট্রিক শিখে রাখুন

মহিলারা অনেক চিন্তাভাবনা করে চুড়ি নির্বাচন করেন। অনেক সময় হাতে পড়া চুড়ি টাইট হয়ে যায়।

তাই অনেক সময় চুড়ি ভেঙে যায়, বেঁকে যায়। যে কারণে আঘাতের আশঙ্কা থাকে।

কিছু সহজ টিপস অনুসরণ করে সহজেই কয়েক মিনিটের মধ্যে টাইট চুড়িও পরে নিতে পারেন।

সকলেই জানেন চুড়ি পরার আগে হাতে ময়েশ্চারাইজার বা নারকেল তেল লাগাতে পারেন। এতে চুড়িগুলো সহজেই কব্জিতে পিছলে যাবে।

অনেকে চুড়ি টাইট হলে সাবানও ব্যবহার করেন। সাবান দিলে সহজে বেরিয়ে আসে চুড়ি, বা হাতেও ঢুকে যায়।

সহজে চুড়ি পরতে অ্যালোভেরা জেলের সাহায্যও নিতে পারেন। এজন্য প্রথমে হাতে ভালো করে জেল লাগান। এর পর চুড়ি পরার চেষ্টা করুন। কয়েক সেকেন্ডের মধ্যে চুড়িগুলি সহজেই পড়তে সক্ষম হবেন।

অনেক সময় চুড়িগুলো খুব টাইট হয়ে যায় এবং পরার সময় হাতের বুড়ো আঙুলে আটকে যায়। এর জন্য সবথেকে সহজ উপায় হল প্রথমে প্লাস্টিকের গ্লাভস পরুন। তারপর গোল গোল করে ঘোরান। 

এভাবে চুড়ি সহজেই বুড়ো আঙুলের হাড় অতিক্রম করে কব্জি পর্যন্ত পৌঁছে যাবে।

এসব কিছু না পেলে একটি প্লাস্টিকের পলিথিন নিন। এতেও সহজে চুড়ি হাতে ঢুকে যাবে।