12 March, 2025

BY- Aajtak Bangla

৭ দিন বেড়াতে গেলেও শুকোবে না গাছপালা, টবে জল জোগানোর টেকনিক

v

টবে গাছপালা রাখলে নিয়মিত জল দিতে হয়। নইলে শুকিয়ে যায় গাছ। 

অনেক সময় বাইরে যাওয়ার কারণে গাছে জল দেওয়া যায় না। কী করবেন? 

অনেকেই প্রতিবেশীকে বলে যান গাছ জল দিতে। বা গাছ কাউকে দিয়ে দেন। 

গাছকে সুস্থ ও সবুজ রাখতে ৩ টি টিপস মানতে হবে।

এই ৩ টিপসে এক সপ্তাহ থেকে ১০ দিন পর্ন্ত সতেজ থাকবে গাছ। জল ছাড়াই থাকবে।

''টবের মাটি আর্দ্র রাখার কিছু সহজ উপায় রয়েছে। এতে সজীব থাকে গাছ। 

টবের উপর নারকেলের ছোবড়া ভিজিয়ে রেখে দিন। মাটি শুকিয়ে যাবে না।

  জলভর্তি বোতলে গর্ত করে দড়ি ঢোকান। দড়ির সাহায্যে জল ধীরে ধীরে পাত্রে যাবে। শুকিয়ে যাবে না। 

বাইরে যাওয়ার আগে গাছে জল দিন এবং তার উপর একটি ভেজা কাপড় দিন। মাটি আর্দ্র থাকবে।