18 MAY 2025

BY- Aajtak Bangla

সঙ্গী মিথ্যে বলছেন কি না, বুঝবেন কীভাবে?

মিথ্যে সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। বন্ধুত্ব হোক কিংবা প্রেম, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে কিছুই অবশিষ্ট থাকে না। 

উল্টোদিকের মানুষটা মিথ্যে বলছেন কি না, সেটা যদি সময়ে বুঝে নেওয়া যায় তা হলে ঠকে যাওয়ার ঝুঁকি কম।

 যিনি মিথ্যে বলছেন তাঁর শরীরে এমন কিছু লক্ষণ ফুটে ওঠে, যা স্বাভাবিক হয় না। 

কথা বলার সময় কেউ যদি অতিরিক্ত মাথা ঝাঁকান, তা হলে হতে পারে লুকোচুরি চলছে। 

মিথ্যে বললে অনেকেই সরাসরি চোখের দিকে তাকাতে পারেন না। 

মিথ্যে বলার সময় অনেকেই নার্ভাস হয়ে যান। 

মিথ্যে বলার সময় সাধারণত জোরে জোরে নিঃশ্বাস নেন।

মিথ্যে বলার সময় সাধারণত জিভ, ঠোঁট, গলা শুকিয়ে আসে। 

মিথ্যে বলতে গিয়ে অনেকেই তাই জিভ দিয়ে ঠোঁট বুলিয়ে নেন বারে বারে।