27 December, 2024
BY- Aajtak Bangla
ভালোবাসা সহজ নয়। ভালোবাসা বড় কঠিন। অনেক পুরুষই বুঝতে পারেন না কীভাবে ভালোবাসবেন।
ভালোবাসায় নানা জিনিস মাথায় রাখতে লাগে। তখনই মধুর হয়ে ওঠে একত্রযাপন।
কীভাবে মেয়েদের মন জিতে নেবেন, পুরুষদের জন্য রইল ৭ টিপস।
ডার্ক চকোলেট- সেরোটোনিনের মাত্রা বাড়ায়। মেজাজ-বুস্টিং হরমোনকে তুঙ্গে করে। কঠোর পরিশ্রমে উদ্যমী করে।
সকালের প্রেম- সকালে গভীর ভালোবাসায় উদ্যম আনে। সূর্যের আলো শরীরে পড়লে উষ্ণ ও কামুক করে তোলে।
তাড়াহুড়ো নয়- গভীর ভালোবাসায় তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে পার্টনারের সঙ্গে আসর জমান।
পরীক্ষানিরীক্ষা- ভালোবাসায় এক ধরনের আঙ্গিক ভালো লাগে না। বিভিন্ন জায়গায় নানাভাবে প্রিয় মানুষের সঙ্গে রোম্যান্সে মেতে উঠুন।
একসঙ্গে থাকুন- ছুটির দিনে সব কাজ একসঙ্গে করার চেষ্টা করুন। একসঙ্গে সিনেমা দেখুন। একসঙ্গে স্নানও করতে পারেন।
নেশা নয়-মদ ও সিগারেটের নেশা ছাড়ুন। স্ত্রীকে খুশি রাখতে নেশার জিনিসপত্র ছাড়ুন। এতে আপনারই মঙ্গল। আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।