27 January, 2025

BY- Aajtak Bangla

v

শরীর ও মনের চাহিদা, তিরিশের পর মেয়েদের যে যে বদল ঘটে 

নারী ও পুরুষের জীবনের বিভিন্ন ধাপে শরীর ও মনের পরিবর্তন ঘটে। 

প্রতিটি নারীর জীবনেও ৩০ বছর বয়সের পর বড় পরিবর্তন ঘটে। কী সেই বদল?

৩০ বছরের পর সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক ও ভুল বুঝতে পারেন মেয়েরা। সাহসী সিদ্ধান্তও নেন।

এই বয়সে মেয়েদের আত্মবিশ্বাস সব থেকে বেশি থাকে।

এই বয়সে ভালবাসায় আর প্রতারিত হন না। কারণ আবেগ থাকে নিয়ন্ত্রণে। ৩০

৩০ বছরের পর অবিবাহিত মেয়েরা খোঁজেন জীবনসঙ্গী। আর লুক নয়, মানুষটা দেখেন।

৩০ বছর পর মেয়েদের পোশাকেও আসে পরিবর্তন। বদল ঘটে সাজেও। 

৩০-র পর মেয়েরা ছোটো ছোটো জিনিস নিয়ে ঝগড়া করে না। বরং নির্লিপ্ত থাকে।  

৩০ বছর পর মেয়েদের শারীরিক চাহিদাও থাকে প্রবল। এক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতেও পিছপা হন না।

৩০-র মেয়েরা স্থিতধী হয়। আগের মতো আর চাঞ্চল্য থাকে না। অভিজ্ঞতা জীবনবোধ তৈরি করে।