BY- Aajtak Bangla
16 MARCH, 2025
ট্রেনে যাওয়ার সময় জানালা দিয়ে জিনিস পড়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে।
অনেক সময় যাত্রীরা বাইরের দৃশ্যের ভিডিও করতে গিয়ে এমন বিপদে পড়ে যান। দ্রুত গতিতে দৌড়নো ট্রেন থেকে নেমে ফোন তোলা কঠিন।
তবে এই ক্ষেত্রে আপনার হারানো জিনিসটি ফিরে পাওয়ার উপায় রয়েছে।
চেন টেনে ট্রেন থামানোর দরকার নেই। কোনও জিনিস জানালার বাইরে পড়ে গেলে প্রথমেই উদ্বিগ্ন হয়ে পড়বেন না।
মাথা ঠান্ডা রাখুন। কারণ চেন টানলে ট্রেন থামবে ঠিকই তবে শাস্তিও হতে পারে।
যেখানে আপনার ফোন বা পার্স পড়ে গিয়েছে, তার কাছে থাকা রেলের কালো-হলুদ পোলের নম্বরটি নোট করুন।
ট্রেনের টিটিই-কে নম্বরটিা দেখান। তিনি আপনাকে নিকটবর্তী স্টেশনের নাম বলে দেবেন।
রেল পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর ১৮২ বা রেল হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করুন।
পুলিশ আপনার হারানো জিনিসটি সংশ্লিষ্ট জায়গা থেকে খুঁজে এনে দেব।